নতুন বছরে বড় পরিবর্তন আসছে ট্রেনের সময়সূচিতে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ২০:৫১; আপডেট: ১০ মে ২০২৫ ১৫:৩১
-2022-12-05-09-51-05.jpg)
নতুন বছরে ট্রেনের সময়সূচী পরিবর্তন করে আরো বেশী যাত্রীবান্ধব করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখেই কাজ করছে কর্তৃপক্ষ।
আগামী জানুয়ারির মধ্যেই নতুন সময়সূচি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য জানিয়েছেন।
রেল কর্তৃপক্ষ বলছে, নতুন সূচি নির্ধারণের ক্ষেত্রে তারা যাত্রী সুবিধাসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিচ্ছে।গভীর রাতে যাত্রীদের ঘরে ফেরার বিড়ম্বনা কমানোর পাশাপাশি একই দিনে একই অঞ্চলের একাধিক ট্রেন যেন বন্ধ না থাকে সেদিকে নজর রাখা হবে।একইসঙ্গে যাত্রীদের সুবিধাজনক সময়ে ট্রেনের সূচি সাজিয়ে কিভাবে আয় বৃদ্ধি করা যায় সেটিও দেখা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: