দাম বাড়ল সয়াবিন তেলের, আজ থেকেই কার্যকর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৩ ২০:১৬; আপডেট: ১৮ মে ২০২৪ ১৭:০০

ছবি: ফাইল

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেন্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ দাম আজ থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা ও পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৮৭ টাকা, পাঁচ লিটারের দাম আগে ছিল ৯০৬ টাকা এবং খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৬৭ টাকায়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top