ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন

বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, সবচেয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১০:০৯; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২১:৫৭

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশের নির্বাচন একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল এবং প্রতিদিনই সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির নির্বাচনে বড় ধরনের অনিয়ম হতে পারে- এমন আশঙ্কা বেড়েছে।

বুধবার (২২ নভেম্বর) ভারতীয় নিউজ ওয়েবসাইট ওয়ান ইন্ডিয়া'য় হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছেঃ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে সক্রিয়। বাংলাদেশের নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে হয় তা নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার ২২ নভেম্বর আবারও বলেছেন, তার দেশ বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়, কারণ এটাই আমেরিকার নীতি। এর আগে, দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-ও তার চিঠিতে কোনো শর্ত ছাড়াই প্রধান তিন রাজনৈতিক দলের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।

'শেখ হাসিনা আলোচনায় রাজি নন' মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়ঃ বিরোধী দলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় রাজি নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) খুনিদের দল বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও আওয়ামী লীগ গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলোকে দখল করে যত্রতত্র নিজের লোক বসানোর অভিযোগ রয়েছে, তবুও দলটির টিকিট (মনোনয়ন) চাইতে বহু মানুষের ভীড়।

পরিশেষে বলা হয়ঃ জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপি এবং জামায়াত নেতাদের অনুপস্থিতির কারণে নির্বাচনের ফল ফের শেখ হাসিনার পক্ষে যাচ্ছে বলেই মনে হচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top