‘বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে কারাদণ্ড’
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩ ০৮:৫২; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:৫৮
-2023-11-26-08-51-58.jpg)
বিভিন্ন আদালতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির দুই শতাধিক কর্মকর্তা এবং কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ নিয়ে গত এক মাসে বিএনপির অন্তত ৫০০ জনকে সাজা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ দাবি করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং একমাত্র বিরোধীদলকে ধ্বংস করার লক্ষ্যে। এদের অনেককেই সহিংস বিক্ষোভের দায়ে দোষী করা হয়েছে এবং সাজা আড়াই বছর থেকে সাত বছর।
মনির উজ জামান নামে একজন প্রসিকিউটর বলেছেন, ২০২৩ সালে সংঘর্ষ এবং অগ্নিসংযোগের অভিযোগে ঢাকার একটি আদালত ৭৫ জন বিএনপির কর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী আতাউর রহমান এএফপিকে বলেছেন, ২০১৩ ও ২০১৮ সালে সহিংসতার পৃথক দুটি মামলায় ১১২ বিএনপি কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
তাপস কুমার নামে আরেকজন প্রসিকিউটর এএফপিকে বলেন, ২০১৫ সালে সহিংসতার দায়ে ঢাকার আরেকটি আদালত ১২ জন বিএনপি কর্মীকে সাত বছরের জেল দিয়েছেন।
আসামীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেছেন, ২০২৩ সালে রাজনৈতিক সহিংসতার দায়ে গত বুধবার ১১ জন বিএনপি কর্মীকে সাত বছরের জেল দেওয়া হয়। এদের মধ্যে বেশকয়েক জনের অনুপস্থিতিতেই সাজা দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম দাবি করেছেন, এসব মামলার সাজা তাড়াহুড়া করে দেওয়া হয়েছে। বিএনপির আইন-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাম্প্রতিক দিনগুলোতে অন্তত ৫০০ বিএনপির সিনিয়র কর্মকর্তা ও কর্মীকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাবেক এমপি, ছাত্রনেতা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও আছেন।
এএফপিকে তিনি বলেন, এসব মামলা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: