২৪ ঘণ্টায় সারাদেশে ১০ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ ১৩:৪১; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:০৫

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর চলমান ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত আটটি অগ্নিসংযোগের ঘটনায় ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নাটোরে তিনটি এবং ঢাকা সিটি, নওগাঁ, রাজশাহী, সিলেট, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি ও দিনাজপুরে একটি করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে– ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের মোট ৭৫ জন কর্মী আগুন নেভাতে কাজ করেন।
২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে মোট ২১৮টি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
২৬ নভেম্বর
সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ঢাকার যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
নওগাঁর মহাদেবপুর বাজারে রাত ১১টা ১০ মিনিটে রাহি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
কিশোরগঞ্জের কুলিয়ারচর ফায়ার স্টেশনের সামনে রাত ১টা ৫৬ মিনিটে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
রাত ১টা ২০ মিনিটে খাগড়াছড়ির জালিয়ারপাড়ায় আরেকটি ট্রাকে আগুন দেওয়া হয়।
রাত ২টা ১৭ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আরেকটি ট্রাকে আগুন দেওয়া হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় ভোর ৪টা ৪০ মিনিটে জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দেওয়া হয়।
ভোর ৬টা ৫ মিনিটে সিলেট সদরের লালবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: