গুলিস্তানে দিনেদুপুরে বাসে আগুন

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১৬:১২; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:৫১

ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভিক্টর পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাসি আল ফারুক এই তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাসটি পুড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) রাতে আধাঘণ্টার ব্যবধানে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। প্রথমে এক দিনের হরতালের পর দফায় দফা অবরোধ কর্মসূচি দিচ্ছে দলটি। পাশাপাশি অবরোধ কর্মসূচির ডাক দিচ্ছে জামায়াতসহ বেশ কিছু বিরোধী দল। এনিয়ে নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top