৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৯; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২২:৪৪

ভোটের মাঠে আগামী ৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন মাঠে থাকবে তারা।
রোববার (২৪ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।
তবে এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে। আজ আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত জানালো হলো।
আপনার মূল্যবান মতামত দিন: