ইসি আনিছুর

নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হতে পারে!

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ১০:২৫; আপডেট: ১৫ মে ২০২৪ ১৪:৩৯

ছবি: সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসি এ মন্তব্য করেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় প্রশাসন ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘শুধু আমাদের দৃষ্টিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। এই নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশে সব বিষয় বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা-বাণিজ্যসহ সব কিছু থমকে যাওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশের হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে ইসির চেষ্টার কমতি নেই। নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।’




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top