রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন, হতাহত ৩
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৪ ২২:০০; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০১:০০

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত ও দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। স্টেশনে প্রবেশের আগে গোপীবাগে ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।
আপনার মূল্যবান মতামত দিন: