নতুন সরকারের মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ গাড়ি

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪ ২০:০২; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:০৪

ছবি: সংগৃহীত

নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় এসব গাড়ি প্রস্তুত করেছে।

প্রতিটি গাড়ির জন্য চালকও প্রস্তুত আছেন।

আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ৪০ জন গাড়ি চালককে এ বিষয়ে ব্রিফিং করেছেন পরিবহন কমিশনার আবুল হাসনাত হুমায়ুন কবীর।

পরিবহন কমিশনার আবুল হাসনাত হুমায়ুন কবীর বলেন, গত বছর মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের দিন ৪০টি গাড়ি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী এবারও ৪০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার নতুন কোনো গাড়ি কেনা হচ্ছে না। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের গাড়িগুলো ফেরত নিয়ে সেগুলোই মূলত প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে বর্তমান মন্ত্রিসভার সদস্যরা তাদের ব্যবহৃত গাড়িগুলো ফেরত দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বর্তমান ক্ষমতাসীন দল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন সরকার হিসেবে শপথ নেবে। এর মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top