দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৪ ১৮:৫৫; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:০৩

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩০ জানুয়ারি। আজ সোমবার জাতীয় সংসদের পরিচালক (যুগ্মসচিব) গণসংযোগ মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।
পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ১৪৩০ বঙ্গাব্দের ১৬ মাঘ মোতাবেক ২০২৪ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম ও ২০২৪ খ্রিস্টাব্দের ১ম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: