ঢাকাসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৮ মার্চ ২০২৪ ২২:০০; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:২৬

ছবি: সংগৃহীত

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারান তারা। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পিরোজপুরে।

সেখানে বাসচাপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ঢাকায় পৃথক দুর্ঘটনায় চারজন, ফরিদপুরে তিনজন এবং ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও ও সিলেটে একজন করে মারা গেছে। ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

পিরোজপুর: পিরোজপুরে বাসচাপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান। তিনি জানান, বাসটি ব্রেক ফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিলে সাতজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা গেছেন।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- স্বপন, নাইম, হেমায়েত, খাইরুল। বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাবলাতলা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— পাবনা জেলার সাথিয়া থানার পুনডুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫) ও অজ্ঞাত দুইজন। এছাড়াও আহত নারী ও পুরুষসহ প্রায় ৮ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে ভাঙ্গা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এসআই নোমান শিকদার জানান, বরগুনা থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ইমরান ট্রাভেলস নামের একটি বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হন অন্তত প্রায় ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার যাত্রাবাড়ী, উত্তরখান ও কামরাঙ্গীরচরে এসব দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে নয়টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে বাসের চাপায় মারা যান মতিউর রহমান নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি। এক ঘণ্টার পর যাত্রাবাড়ী চৌরাস্তায় দুই বাসের মাঝে চাপা পড়ে মারা যান ইমরান নামে একজন। সকালে উত্তরখানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান আলী হোসেন নামে একজন। এছাড়া কামরাঙ্গীরচর পূর্ব রসূলবাগ বাসার সামনের গলিতে খেলা করার সময় অটোরিকশার ধাক্কায় না ফেরার দেশে পাড়ি জমায় ইয়াসিন নামে সাত বছর বয়সী এক শিশু। মরদেহ চারটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া: সকালে জেলার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শাহার মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আখাউড়া থানার ওসি মো. নূরে আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহার মোল্লা শান্তিনগরের গেদু মোল্লার ছেলে।

ওসি মো. নূরে আলম জানান, ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি বড় বাজার-ধরখার সড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় আখাউড়াগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট: সিলেট তামাবিল মহাসড়কে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৮ মার্চ) দুপুর একটার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পরশ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। আহত হন অনেকেই। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও: দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুমারগঞ্জ বাজারের সামনে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের আরোহীর ওপরে গাছ পড়ে মো. ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল হোসেন উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে। তিনি লাহীড়ি ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top