আদালতে দোষ স্বীকার মৃত নারী ধর্ষক মুন্নার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০ ০২:০১; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০০:৪৩
-2020-11-20-19-59-49.jpg)
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃতনারীদের ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া মুন্না ভগত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালতে সে এই জবানবন্দি দেয়। আদালত তার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে গ্রেফতারকৃত আসামি মুন্নাকে আদালতে হাজির করা হয়। এসময় মুন্না স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হয়।
আসামী মুন্নাকে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দি গ্রহণ শেষে মুন্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিআইডির ইন্সপেক্টর জেহাদ হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: