মোংলায় পানিবন্দি ৬০ হাজার মানুষ, আট হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৭ মে ২০২৪ ১৪:৩৬; আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৬:৫২

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে বাগেরহাটের মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র ঝড়ে জেলার আট হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

গতকাল রোববার (২৬ মে) রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বাতাস আজ সোমবার (২৭ মে) পর্যন্ত অব্যাহত রয়েছে।

মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ঝড়ে এখানকার প্রায় আট হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, ব্যাপক গাছপালা বিধ্বস্তসহ বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।

১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় ৩০হাজার নারী-পুরুষ ও শিশু।

এ ছাড়া বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস।

এদিকে ঝড়ের কারণে গতকাল রোববার (২৬মে) সকাল থেকেই পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এখনও বন্ধ রয়েছে মোংলা বন্দরের সব ধরনের কার্যক্রমও।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top