মহাখালী রণক্ষেত্র, পুলিশবক্সের সামনে ২ মোটরসাইকেলে আগুন

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪ ১৮:০৬; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৩:৫৭

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মহাখালী এলাকা। এছাড়া মহাখালী পুলিশবক্সের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশবক্সের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এএসএম হাফিজুর রহমান বলেন, ট্রাফিক পুলিশবক্সের সামনে দুটি মোটরসাইকেলে আগুন লেগেছে মোটরসাইকেল দুটি পুলিশের কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বিকেল ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রথমে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। পরে পুলিশ এসে টিয়ারগ্যাস ছোড়ে। এরপর দফায় দফায় সংঘর্ষ হয়।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top