বিটিভি ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪ ১৪:২৯; আপডেট: ২১ আগস্ট ২০২৫ ০৫:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। এদের খুঁজে বের করতে জনগণকেই সহযোগিতা করতে হবে। শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে। তবে এবার আলাদা। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের সম্মান নষ্ট করতে এখনও ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দিচ্ছে।

তিনি বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বক্তব্য দিয়েছি তা বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের রাজাকার বলিনি তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top