আন্দোলনের সমর্থনে সামাজিক মাধ্যমে লাল রঙের প্রতিবাদ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪ ১৩:২৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:৩২

কোটা আন্দোলনকারীদের ডাকে সামাজিক মাধ্যমে প্রোফাইল ছবি লাল করে সহিংসতার প্রতিবাদ জানাচ্ছেন ব্যবহারকারীরা - ছবি - ইন্টারনেট

কোটা আন্দোলনকারীদের ডাকে সামাজিক মাধ্যমে প্রোফাইল ছবি লাল করে সহিংসতার প্রতিবাদ জানাচ্ছেন ব্যবহারকারীরা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের একজন সমন্বয়ক মো: মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

পাল্টা কর্মসূচি হিসেবে মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে এই কর্মসূচির পক্ষে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে এ নিয়ে পোস্ট করতে দেখা গেছে।

শুধু আন্দোলনকারী না, প্রতিবাদী এই ক্যাম্পেইনে অংশ নিতে দেখা গেছে অনেক সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, তারকা কিংবা সাংবাদিকদেরও।

তাদের কেউ কেউ ফেসবুকের প্রোফাইল ছবি বা কাভার ফটো পরিবর্তন করেছেন। কেউ কেউ আবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধেও পরিবর্তন করেছেন।

সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখান করে তারা আন্দোলনকারীদের সাথে একাত্নতা প্রকাশ করেছেন।

কেউ কেউ সেখানে লিখেছেন, ‘কালো নয়, আমাদের শোকের রঙ লাল’।

তবে সরকারের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকার সমর্থিত ব্যক্তি বা দলীয় অ্যাকাউন্ট থেকে কেউ কেউ আবার ফেসবুক প্রোফাইল বা কাভার ফটো কালো করে শোক প্রকাশ করতেও দেখা গেছে।

সূত্র : বিবিসি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top