আগরতলার দিকে গেছে হাসিনাকে বহনকারী হেলিকপ্টার
রাজ টাইমস | প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ১৫:৫৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:২৬

শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ত্যাগ করেছেন। তার সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এই তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, 'তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি।’
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সূত্রঃ যুগান্তর।
আপনার মূল্যবান মতামত দিন: