রাজশাহীতে হিন্দু সমাবেশ দেশের ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন কুচক্রী মহল নষ্ট করতে চায় : অধ্যাপক মুজিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪ ২০:৫৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৪৭

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন কুচক্রী মহল নষ্ট করতে চায়। এব্যাপারে সতর্ক থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আজ (১১ আগস্ট) রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুর ধাম ইসকন-এর উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী জেলা (পশ্চিম) আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক ও সহকারি সেক্রেটারি ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমি ১৯৮৬ সাল থেকে এখানে আসি। কোনোদিন কেউ বলেনি যে খেতুর উৎসবে কোন সমস্যা হয়েছে। এরকম ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনকে কুচক্রী মহল নষ্ট করতে চায়।” ইসকন সভাপতি পার্থ সারথি বলেন, “আমি সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও ধর্মীয় বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলে থাকি যে তোমরা মুসলমানদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি দেখতে হলে গোদাগাড়ী যেতে হবে।”



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top