মারা গেছেন সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৮; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:১০

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন গাজী কিডনী সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ কারাবাসে তার নানা শারিরীক জটিলতা দেখা দেয়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও ছিল তার।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপনার মূল্যবান মতামত দিন: