রাস্তায় নয়, সোহরাওয়ার্দী উদ্যানে দাবি জানান: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৩০; আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৩:৪২

রাস্তা ব্লক করে জনভোগান্তি তৈরি না করে সোহরাওয়ার্দী উদ্যানে দাবি নিয়ে সমাবেশ করতে আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে, পুরান ঢাকার পুরনো জেলখানা পরিদর্শন করে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা আশা করেন, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়নে নেয়া প্রকল্পের একাংশের কাজে আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে। প্রকল্পের বাজেটের মধ্যেই কাজ শেষ করতে হবে।
বাজেট বাড়ানোর চর্চা আর হবে না বলেও জানান।
তিনি বলেন, পুরানো ঢাকার সবচেয়ে বড়ো সমস্যা যানযট, তাই প্রকল্পের রাস্তা বড়ো করার পাশাপাশি পর্যাপ্ত পার্কিংয়ের নির্দেশ দেয়া হয়েছে। এসময় সরকারের ভুল এবং দুর্নীতি থাকলে তা ধরিয়ে দেয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আপনার মূল্যবান মতামত দিন: