আ. লীগের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ২২:৫৮; আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৩:৪২

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
একই দিনে দুপুর ১২টায় জিরো পয়েন্টে কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।
শনিবার (৯ নভেম্বর) আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত। ফ্যাসিবাদবিরোধী মঞ্চ। সময় দুপুর ১২টায়। স্থান-গুলিস্তান জিরো পয়েন্ট। আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’
এদিকে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণার পরপরই তাদের হুঁশিয়ার করে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
আপনার মূল্যবান মতামত দিন: