গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যের কমিশন গঠন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪ ২৩:১০; আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৩:৩০

প্রবীণ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যের ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করেছে অর্ন্তবর্তী সরকার।
সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।
গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের জন্য প্রধান উপদেষ্টার অনুশাসন আছে বলে এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন।
কমিশনপ্রধান কামাল আহমেদ ছাড়া কমিশনে সদস্য হিসেবে থাকবেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সচিব আখতার হোসেন খান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো)-এর একজন প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, সাংবাদিক ও মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক দিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।
এই কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করতে বিধান রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: