ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বিকেলে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৩; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৪

ছবি: সংগৃহিত

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

মঙ্গলবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, বুধবার বিকেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ বৈঠক হবে।

গত ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

চলতি বছরের অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচনি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় কমিশন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top