চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং : পররাষ্ট্র উপদেষ্টা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৫ ২১:০৭; আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ০১:২৬

ভারতের সাথে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশীরা চিকিৎসা নিতে পারে সেজন্য চীন সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা।
চীন সফর শেষে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেয়ার কথা তাদের বলেছি।’
চীনের সাথে আলোচনায় ঋণের সুদহার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে।’
সূত্র : বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: