অপারেশন ডেভিল হান্ট : এক দিনে গ্রেফতার ৪৯২, মোট ৬৮৪৯

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:৩২

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ৭৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৪৯২ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ২৬০ জনকে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট ৬ হাজার ৮৪৯ জন গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে তাদের গ্রেফতারের সময়ে দুটি দেশীয় পাইপ গান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন। যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান। হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top