চাঁদাবাজি বন্ধে বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই : র‍্যাব মহাপরিচালক

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৭; আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১০:৫৩

- ছবি - ইন্টারনেট

- ছবি - ইন্টারনেট

র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধ হওয়ায় বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে। তবে, র‍্যাব আপ্রাণ চেষ্টা করছে এসব অপরাধ দমনের জন্য।’

শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে র‍্যাবের টহল কার্যক্রম পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক, সাম্প্রতিক সময়ে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। এসব অপরাধ দমনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাব ফোর্সেসও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ছিনতাই পরিস্থিতি আশানুরূপ পর্যায়ে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তবে চেষ্টা চলমান। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সারা দেশে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হবে। এরইমধ্যে র‌্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রোলিং পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিরতিহীনভাবে অতিরিক্ত টহল মোতায়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ কে এম শহিদুর রহমান জানান, অনেক ছিনতাইকারী জামিনে বের হয়ে ফের ছিনতাই করছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top