প্রশিক্ষণ নিতে শ্রীলঙ্কা যাচ্ছেন ইসির তিন কর্মকর্তা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ০৪:৪৩

পাঁচ দিনের প্রশিক্ষণ নিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
ইসির মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মাজহারুল ইসলামের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, পাঁচ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচিটি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৯ মে’র ওই কর্মসূচিতে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসির যুগ্ম সচিব ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান।
ইসির প্রতিনিধি দল আগামী ২ মে থেকে ১১ মে দেশটিতে অবস্থান করবে। এতে যাওয়ার আসার উড়োজাহাজ ভাড়া দেবে শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য ব্যয় বহন করবে কমনওয়েলথ সচিবালয়।
আপনার মূল্যবান মতামত দিন: