নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ঢাকার মার্কিন দূতাবাসের

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ২০:৫২; আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ০১:০৩

- ছবি - ইন্টারনেট

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে, সেটি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (০৭ এপ্রিল) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের ভেরিফায়েড পেজে এই পরামর্শ দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে যে, গাজায় হামলার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের আয়োজন করা হলেও সেটি সহিংসতায় রূপ নিতে পারে।

সেজন্য বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top