গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই কমিশনের একমাত্র লক্ষ্য: ড. আলী রীয়াজ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ১২:৩৪; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের মূল লক্ষ্য হলো জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সোমবার (২৮ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও গণঅধিকার পরিষদের মধ্যে এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
ড. রীয়াজ বলেন, জনগণের ঐক্যই হতে পারে নতুন বাংলাদেশের পথ দেখানো শক্তি। এই ঐক্যের ভিত্তিতে রাজপথে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি মনে করেন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই গঠনমূলক একটি নতুন বাংলাদেশ তৈরি সম্ভব। এজন্য একটি জাতীয় সনদ প্রয়োজন, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, গত কয়েক দশকে বাংলাদেশের মানুষ বারবার দুঃশাসনের শিকার হয়েছে। শাসনক্ষমতায় থাকা ব্যক্তিরা জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন।
তিনি বলেন, আমরা এমন একটি রাজনৈতিক কাঠামো চাই, যেখানে ভবিষ্যতে কেউ যেন আর অতীতের মতো জুলুম-নির্যাতন চালাতে না পারে। এজন্য প্রয়োজন কার্যকর সংস্কার।
নূর আরও বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার নির্ধারিত হবে, তা এই অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। কারণ, এটি শুধু রাজনৈতিক পক্ষগুলোর দাবি নয়, এটি এখন জনগণেরও দাবি হয়ে দাঁড়িয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: