সাবেক তিন ইসির বিরুদ্ধে মামলায় যুক্ত হলো রাষ্ট্রদ্রোহের অভিযোগ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ১৩:৪৯; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:৪৫
 
                                বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়েছে।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে ‘ভয়ভীতি ও দমনপীড়নের মাধ্যমে’ ভোটহীন নির্বাচন সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে।
বিএনপি নেতা সালাহ উদ্দিন খান গত ২২ জুন এই মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার বুধবার (২৫ জুন) ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমানের আদালতে দণ্ডবিধির ১২০ (ক), ৪২০ ও ৪০৬ ধারা যুক্ত করার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
মামলায় বলা হয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে ইসি বরং সরকারি ক্ষমতার অপব্যবহার করেছে এবং ইচ্ছাকৃতভাবে বিরোধীদলকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে।
তিনটি নির্বাচনকেই বিএনপি অস্বচ্ছ, প্রশ্নবিদ্ধ এবং ভোটারবিহীন বলেছে।

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: