সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ১৩:২১; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৬:২৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার তিনদিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১১ আগস্ট) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ নোটগুলো সই হবে। এরপর দুই সরকারপ্রধান গণমাধ্যমে কথা বলবেন। সফরে ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
এছাড়া, মঙ্গলবার বিকালে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ড. ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী, আমলাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
বুধবার (১৩ আগস্ট) সকালে সমাবর্তনে যোগ দেবেন ড. ইউনূস। এদিন সন্ধ্যায় মালয়েশিয়া ছাড়ার কথা রয়েছে তার।
আপনার মূল্যবান মতামত দিন: