হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা বাহিনী প্রধানদের কাছে পাঠাল ট্রাইব্যুনাল
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ১৪:২০; আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:১৭

গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি বাহিনীর দপ্তরে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে দুই মামলায় ৩০ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।
যে ১২টি দপ্তরে এই পরোয়ানা পাঠানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে: চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন) সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট (বাংলাদেশ সেনাবাহিনী), কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল এবং সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।
এর আগে, বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় এই ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে টিএফআই সেলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে এবং জেআইসিতে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
একই দিন সকালে প্রসিকিউশন পক্ষ এই দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজিসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই আসামিদের মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন, তবে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা আর কোনো পদে থাকতে পারবেন না।
আপনার মূল্যবান মতামত দিন: