জুলাই সনদে স্বাক্ষরে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ২৩:০১; আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০০:৫৫

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার ঢাকার জাতীয় সংসদ ভবন চত্বরে এ সনদে স্বাক্ষরের পর দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম।’
বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের দিনের মতো এরকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি নাই।’
ঐকমত্য কমিশনের যাত্রা শুরুর সময় কতদূর ঐকমত্য হবে তা নিয়েও দ্বিধা বা সংশয় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সবার অংশগ্রহণ এবং এর মধ্য দিয়ে এক ধরনের ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।’
ড. ইউনূস বলেন, ‘ঐকমত্যে কমিশনে যে সৌহার্দ্যের সাথে আলোচনা হলো, আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা দেখেছেন, টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল, কিভাবে তারা যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুনতে পেয়েছে শুধু না, তারা অংশগ্রহণ করতে পেরেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক-বিতর্ক করেছে।’
এই সনদ শুধু দেশের জন্য না পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘কিভাবে ঐকমত্যে আসা হয়েছে তা তরুণদের জানাতে পাঠ্যপুস্তকে থাকবে।’
আজকের মতো ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘সে নির্বাচনও বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
আপনার মূল্যবান মতামত দিন: