মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৭; আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪

- ছবি - ইন্টারনেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিভিন্ন মহল থেকে এই সময়সীমা বাড়ানোর দাবি উঠেছে। তবে সময় বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেইলকে নির্বাচন কমিশনার এই কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নাই। মেজর রাজনৈতিক দলগুলো যদি আবেদন করে তাহলে আমরা সেটি বিবেচনা করতাম। এখন পর্যন্ত কোনো মেজর রাজনৈতিক দল থেকে এমন আবেদন আসনেনি।

বিএনপি কিংবা জামায়াত থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো আবেদন এসেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই।

ইসির সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top