পাতানো নির্বাচনের আভাস পেলেই রাজপথে নামবে এনসিপি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬ ২২:২৮; আপডেট: ৮ জানুয়ারী ২০২৬ ০৪:৪৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের পাতানো নির্বাচনের আভাস পাওয়া গেলে রাজপথে নেমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি এবং নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা দাবি করেছে দলটি।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন হুঁশিয়ারি দিলেন দলটির মুখপাত্র ও নির্বাচস পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
আসিফ অভিযোগ করেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের নানা ঘটনা ইতোমধ্যেই দৃশ্যমান। তফসিল ঘোষণার পরের দিনই একজন চিহ্নিত আসামির প্রকাশ্যে চলাফেরার ঘটনায় জনমনে আতঙ্ক ও সংশয় তৈরি হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতে সহিংসতার অভিযোগ থাকায় নির্বাচন নিয়ে মানুষের আস্থাহীনতা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক পর্যাপ্ত ও দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখছি না। আগের মতোই পরিস্থিতি রয়ে গেছে। মাঠপর্যায়ে আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা নিতে নির্বাচন কমিশনকে বলেছি। একই সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।”
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে—এমন আস্থা জনগণের মধ্যে ফিরিয়ে আনতে হলে ইসিকে কথার মাধ্যমে নয়, কার্যক্রমের মাধ্যমেই তা প্রমাণ করতে হবে।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে। ‘এই প্রবণতা চলতে থাকলে এবং আমরা যদি দেখি আবারও একতরফা নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে আমাদের রাজপথে নামতে হবে,’ বলেন তিনি।
ভোটাধিকার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘গত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার যেন কোনোভাবেই তা না হয়, সে জন্য আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব নির্বাচন কমিশন ও সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে। তবে তা সম্ভব না হলে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হব।’
গোয়েন্দা সংস্থার প্রধানের রাজনৈতিক দলের কার্যালয়ে সাক্ষাৎ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দেখেছি এনএসআই প্রধান একটি দলের প্রধানের সঙ্গে তাদের পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন। নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎ হতে পারে, কিন্তু পার্টি অফিসে গিয়ে তা করা আমাদের কাছে অশনি সংকেত।’
এদিকে পঞ্চগড়-১ আসনে এনসিপি প্রার্থী সারজিস আলমের হলফনামা ও আয়কর রিটার্নে সম্পদের তথ্যের গরমিলের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আয়কর রিটার্ন জমা দেওয়া হয় জুন মাসে। ছয় মাসে একজন প্রার্থীর আয়ের পরিবর্তন হওয়াই স্বাভাবিক। বিষয়টিকে অতিরঞ্জিত করে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আপনার মূল্যবান মতামত দিন: