বজ্রপাতে সারা দেশে ১৫ জনের মৃত্যু

রাজশাহী টাইমস | প্রকাশিত: ৫ জুন ২০২০ ০৬:১৭; আপডেট: ১৭ মে ২০২৪ ১১:৪২

নিজস্ব প্রতিবেদক : বুধবার রাত হতে আজ বিকাল পর্যন্ত বজ্রপাতে নারীসহ আট জেলায় মোট ১৫ জন মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় চারজন, ময়মনসিংহে তিনজন, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় দুজন করে, এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগা, নোয়াখালী ও যশোরে একজন করে মোট ১৫ জন মারা গেছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ থানার পাকা ইউনিয়নে বজ্রপাতে পিয়ারা নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি  জামাই পাড়া গ্রামের হেরাস উদ্দিনের স্ত্রী।

মৃতের চাচা আলামিন জানান, বৃহস্পতিবার বিকালে বৃষ্টিপাতের সময় পিয়ারা তার বাড়ির মধ্যে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় এক ডাক্তারের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন। পাকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নওগাঁ: রাণীনগরে বজ্রপাতে মিজানুর রহমান মিঠু আকন্দ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লোহাচুড়া দক্ষিনপাড়া গ্রামের আয়েজ উদ্দিন আকন্দের ছেলে। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জনি হোসেন মিঠু আকন্দের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

বগুড়া: বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া বজ্রবৃষ্টির সময় বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলায় চারজনের মৃত্যু হয়।

এ সময় বজ্রপাতে আরো কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে  ভর্তি রয়েছেন।

কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এরুইল বাজার এলাকায় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। সে সময় এখানে বেশ কিছু স্থানীয় কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। এ সময় এখানে বজ্রপাত হলে এরুইল গ্রামের মরহুম কছির উদ্দিনের ছেলে মোকলেছার রহমানের (৫৫) র্মত্যু হয়। ছাড়াও একই গ্রামের হাসান আলী(৩৫) ও রায়হান (২৮) আহত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কৃপাসিন্ধু বালা জানান, বিকেল ৪টার দিকে মহিশুরা-সাতটিকরি সড়কের ওপর আব্দুস সালাম সরকার (৪৫) নামে একজন বজ্রপাতে মারা গেছেন । তিনি উপজেলার গোপালপুর গ্রামের দেরাজ উদ্দিন সরকারের ছেলে। ঘটনার সময় তিনি চারণভূমি থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।

বগুড়া মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা আব্দুল আজিজ মণ্ডল জানান, শাজাহানপুর উপজেলার হরিণগাড়ি গ্রামের নূরুল ইসলামকে( ৪০) বজ্রাহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত নূরুল ওই গ্রামের মোরশেদের ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে লেবু মন্ডল (৩৫) এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি উপজেলার কাজলা ইউনিয়নের চর কুড়িপাড়ার বুলু মন্ডলের ছেলে।

এদিকে জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গণকবাড়ী গ্রামে বজ্রপাতে সুকমল চন্দ্র (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ফুলবাড়িয়া উপজেলায় দুই কিশোরসহ বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আছিম-পাটুলী ও কালাদহ ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আছিম-পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইফুদ্দিন ও স্থানীয় সাংবাদিক মতিন কাজী।

তারা জানান, বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আছিম-পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে কৃষক মোতালেব (৬০) মারা যান। এদিকে একই ইউনিয়নের রামনগড় গ্রামের মোফাজ্জলের হোসেনের ছেলে রবিন (১৩) বাড়ির পাশে বিলে মাছ ধরার সময় এবং কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের আইয়ুব আলীর কিশোর ছেলে ইমরান (১৭) বাড়ির পাশের খোলা মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়।

টাঙ্গাইল: টাঙ্গাইলে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী পশ্চিমপাড়া এলাকায় স্কুলছাত্র মো. অনিক (১৫) বজ্রপাতে মারা যায়। অনিক ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

এদিকে ঘাটাইলের বগাজান গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ জামাল মিয়া (৫০) একজন মারা যায়। উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান জানান, বুধবার রাতে বৃষ্টির ডাক শুনে জামাল মিয়া বাড়ির পাশের পতিত জমিতে খড়ের পালা দিতে যায়। এ সময় বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর: যশোরের মণিরামপুরে বজ্রপাতে দীপ্ত বৈরাগী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত দীপ্ত বৈরাগী উপজেলার কুলটিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামের ব্রজেন বৈরাগীর ছেলে।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ঘেরের কাজ শেষে দুপুর ২টার দিকে নৌকা করে বাড়ি ফিরার সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। পথিমধ্যে বজ্রপাতে নৌকার উপরে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতেও আজ বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। বিকাল ৩টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নের পদ্মার চর এলাকার হামিদুল মন্ডলের ছেলে রাখাল ফারুক মন্ডল (৩০) এবং একই উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর সর্দারপাড়ার ময়জুদ্দিন মন্ডলের ছেলে শফি মন্ডল (৪৫)।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে রফিক উল্যা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাহাইজ্জারচর (স্বর্ণদ্বীপ) এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রফিক উল্যার জেলার সুবর্ণচর উপজেলর চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সফি আলমের ছেলে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top