করোনায় প্রাণহানি আরো ১১

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১ ২৩:২৬; আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৪:২৭

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ১১ জনের। ফলে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৬২ জন।

গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ৬০৬ জনের দেহে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনে।

একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে আরও ১ হাজার ৩৭ জন করোনা রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠলেন।

রবিবার (০৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ ই মার্চ।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top