আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনে ধারণ ক্ষমতা বাড়ল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ০৩:১২; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২০:১৯
                                আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজের যাত্রী পরিবহনের বিধি নিষেধ পরিবর্তন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে, আগে করোনার কারণে শর্ত অনুসারে বড় উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের বিধান ছিল। তবে এখন এয়ারলাইন্সনগুলো বড় উড়োজাহাজে ৩০০ জন যাত্রী বহন করতে পারবে।
ছোট উড়োজাহাজগুলোতে কোন বিধিনিষেধ নেই, ফলে উড়োজাহাজের সব সিটেই যাত্রী বহন করা যাবে। চলতি সপ্তাহে এ নিয়ম কার্যকর হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর সৌদি আরবগামী ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্য বিধি শিথিল করেছিলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে অপেক্ষমান প্রবাসীদের সংকট নিরসনে বেবিচক প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের আরোপিত শর্ত শিথিল করে।
সূত্র: বণিক বার্তা

                                                    
আপনার মূল্যবান মতামত দিন: