করোনায় প্রাণ গেল আরো ৩৪ জনের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১ ২২:৫০; আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ০৮:৩৪

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ৩৪ জনের। ফলে এ নিয়ে এই মহামারিতে ৮৭৯৭ জনের মৃত্যু হল।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমিত করেছে আরও ৩৫৮৭ জনকে। এ নিয়ে ৫ লাখ ৮৪ হাজার ৩৯৪ জন করোনা রোগী শনাক্ত হলেন দেশে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে আরও ১ হাজার ৯৮৫ জন রোগী। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ ই মার্চ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: