সাংগঠনিক সকল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি
রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১ ১৫:৫৩; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০২:০৩

সাংগঠনিক সকল কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। করোনার প্রকোপ বাড়ায় দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে। যেটি আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
জানা গেছে, বুধবার বিকেলে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় করোনা সংক্রমন পরিস্থিতি নিয়ে নেতারা আলোচনা করেন। পরে তারা কর্মসূচি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
করোনা সংক্রমন রোধে সরকার নির্বিকার বলেও নেতারা সভায় ক্ষোভ প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, হেফাজতের কর্মসূচির পর সারা দেশে পুলিশের সাড়াশি অভিযান চলছে বলে তাদের কাছে তথ্য আছে। বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করেও বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। সভায় এসব ঘটনার নিন্দা জানানো হয়েছে।
সূত্র জনায়, সভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
বিষয়: রাজনীতি
আপনার মূল্যবান মতামত দিন: