করোনায় আক্রান্ত এমপি কিরণ ও তার ছেলে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১ ২০:৫১; আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০৯:৪৬

এমপি কিরণ ও তার ছেলে।

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মামুনুর রশীদ কিরণ এবং তার বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিহান আল রশিদ।

বুধবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় এমপিপুত্র জিহান আল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

জিহান আল রশিদ আরও জানান, গত কয়েক দিন অসুস্থবোধ করায় সোমবার করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আমাদের পরিবারের চার সদস্য নমুনা দেন।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকালে আমার আর বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে আমাদের শারীরিক অবস্থা ভালো। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।

পিতা-পুত্রের রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top