করোনাক্রান্ত সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২০ ১৭:০০; আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৭:০৩

ফাইল ছবি

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক।

তিনি আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

আগস্টের ২ বা ৩ তারিখ আক্রান্ত হওয়ার পর তিনি বর্তমানে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, শহীদুল হক ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান। ২০১৮ সালের ৩০ জুলাই তিনি সিনিয়র সচিব হন। ওই বছরের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হয়। এরপর তিনি চুক্তিতে আরও এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top