মেজর সিনহা হত্যাকান্ড
পুলিশি মামলার তিন সাক্ষীসহ ৭ জন রিমান্ডে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২০ ১৮:৩২; আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৮:৩৯
-2020-08-12-12-33-59.jpg)
দেশের আলোচিত হত্যাকান্ড মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ এবং পুলিশের দায়েরকৃত মামলার তিন সাক্ষীসহ ৭ জনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত-৩ এ এই রিমান্ড মঞ্জুর করা হয়।
আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াসের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব।
বর্তমানে কারাবন্দী করে রাখা হয়েছে সিনহার বোনের দায়ে মামলার অভিযুক্ত ৯ আসামির মধ্যে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতসহ সাতজনকে। তাদের মধ্যে প্রধান তিন আসামির সাত দিনের রিমান্ড এবং বাকি চারজনকে দু’দিন করে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত
প্রসঙ্গত, ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
খবর-জাগো নিউজ
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: