লেবানন থেকে ফিরলো ৭১ বাংলাদেশি
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০ ০৩:১৬; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ২০:৫৭

অর্থনৈতিক মন্দা এবং ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় লেবানন থেকে ফিরতে চান প্রবাসিরা। এই অবস্থায় বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বিমানবাহিনীর বিমানে ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব বাংলাদেশি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১০ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে দেশটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা পাঠায় সরকার। প্রসঙ্গত, লেবাননে শক্তিশালী বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি মারা যান। আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি।
আপনার মূল্যবান মতামত দিন: