ঢাকায় ২৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা আজ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১ ০০:৩০; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৭

ফাইল ছবি

ঢাকায় ২৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশী তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে লকডাউন।

ঢাকায় ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে ।

সোমবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীতে ১৯৯৫ সালে সর্বশেষ ৩৯ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা, যা ২৬ বছর পর গতকাল রোববার ছাড়িয়ে যায়, তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ওই রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে (৪৩ ডিগ্রি সেলসিয়াস), যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। আর ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top