বাংলাদেশে করোনার আরেক টিকার অনুমোদন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১ ২২:১৭; আপডেট: ৪ মে ২০২৪ ০২:৪৫

ফাইল ছবি

আরো একটি টিকার অনুমোদন দিল বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার সরবরাহ সঙ্কটে টিকাদান কার‌্যক্রম নিয়ে জটিলতার মধ্যে আরেকটি টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

জরুরীভাবে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুৎনিক-ভি’ আমদানি ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী মাসেই ৪০ লাখ টিকা আমদানির আশা করছে সরকার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ এপ্রিল এই টিকা ব্যবহারের অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। মঙ্গলবারের সভায় তা অনুমোদন দেওয়া হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৮ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আমদানি ও দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

‘স্পুৎনিক-ভি’ হল করোনাভাইরাসের দ্বিতীয় টিকা, যা বাংলাদেশে মানুষের ওপর প্রয়োগের অনুমোদন দেওয়া হলো।

ভারতের মাধ্যমে যেসব টিকা আসছিল সেটি আপাতত বন্ধ রয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত টিকা দিতে পারছে না।

ফলে গত সোমবার (২৬ এপ্রিল) থেকে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। টিকা সঙ্কট দেখা দিয়েছে। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্যে ১৩ লাখ মানুষকে টিকা দেওয়ার জন্য মজুত সরকারের হাতে নেই।

এমন অবস্থায় রাশিয়ার টিকা আনার সিদ্ধান্ত নিল সরকার।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top