খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ করোনামুক্ত

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ১ মে ২০২১ ১৫:৫৮; আপডেট: ১ মে ২০২১ ১৬:৩৩

 ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে করোনায় আক্রান্ত হওয়া আটজন গৃহকর্মী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ডা: মামুনের বরাত দিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এ সময় শায়রুল কবির খান বলেন, ম্যাডামের বাসায় ম্যাডাম ব্যতিত বাকি যে আটজন করোনায় আক্রান্ত ছিলেন তাদের সবাই আজ করোনা মুক্ত হয়েছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার আগে তার বাসার গৃহকর্মী ফাতেমাসহ কয়েকজনের করোনার উপসর্গ দেখা যায়। ফলে তাদের করোনা টেস্ট করানো হলে ওই বাসার আটজনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরে বেগম খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। এতে তারও করোনা পজিটিভ রেজাল্ট আসে। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top