রিজেন্ট কর্মকর্তারা দুই দিনের রিমান্ডে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০ ২২:৩০; আপডেট: ১৬ আগস্ট ২০২০ ২৩:২৯

ফাইল ছবি

মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে কাজে লাগিয়ে করোনা টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তাকে দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন—হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্স-রে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়ি চালক আব্দুস সালাম (২৫) এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮) ও মিজানুর রহমান (৩৯)।

মামলটির তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নজরুল হকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

ইতিপূর্বে গত ৮ জুলাই এই কর্মকর্তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ৭ জুলাই রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।

খবর-যুগান্তর
এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top