সকাল থেকে ঢাকায় ভারি বর্ষণ, বিপাকে অফিসমুখী মানুষ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২১ ১৭:২১; আপডেট: ১৫ মে ২০২৪ ১৪:৪১

সকাল থেকে ঢাকায় ভারি বর্ষণ, বিপাকে অফিসমুখী মানুষ -

আগে থেকে জানানো হয়েছিল দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার দিনের শুরুতেই সেই সম্ভাবনা সত্যি হলো। সকাল ৮টার পরপরই বৃষ্টি শুরু হয় ঢাকায়। বেশ জোরেশোরেই বৃষ্টি হয়েছে। তবে সকালের এই বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েছেন অফিসমুখী মানুষ।

শনিবার সকালে বৃষ্টির ফলে বয়ে যাওয়া দাবদাহ কমেছে। বৃষ্টির পাশাপাশি আকাশ মেঘলা থাকতে পারে সারাদিন।

এর আগে গত ১ জুনের বৃষ্টিতে ঢাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। কোনো কোনো রাস্তায় বৃষ্টির পানি ১৮ ঘণ্টার বেশি ছিল। এই বৃষ্টিতে ঢাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। আজকের বৃষ্টিতেও ঢাকার রাস্তায় পানি জমতে শুরু করেছে।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 



বিষয়: আবহাওয়া


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top